
তানভীর আহমেদঃসুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার তাহিরপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর – জামালগঞ্জ পুলিশ সার্কেল মো: বাবুল আক্তার।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও বিট পুলিশিং কর্মকর্তা এস আই দীপঙ্কর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মতিউর রহমান মতি,হুমায়ুন কবির,বিল্লাল আমীন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
সমাবেশে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়।